যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে শনিবার আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। উড়াল দেয়ার আগেই রানওয়েতে বিমানের ল্যান্ডিং গিয়ার অর্থাৎ চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানেই আগুন ধরে যায় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে ফ্লাইট বাতিল করে বিমানের ১৭৩ যাত্রীকে জরুরিভিত্তিতে বের করে আনা হয়।
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইট এএ-৩০২৩-এর যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দর থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের একটি চাকার ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দেয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা দ্রুত প্লেন থেকে স্লাইড করে নামছেন এবং ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলছে। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ডেনভার বিমানবন্দর থেকে যাত্রা করার সময় বিমানটি ল্যান্ডিং গিয়ারের আগুন লাগার কথা জানায়। পরে যাত্রীদের রানওয়ে থেকে সরিয়ে বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ডেনভার বিমানবন্দর থেকে পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি রানওয়েতে থাকাকালীন ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা দলকে দ্রুত ডেকে আনা হয় এবং যাত্রীদের উদ্ধার করা হয়। পাঁচজনকে ঘটনাস্থলেই পর্যবেক্ষণ করা হয়, কাউকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি। তবে একজনকে গেট থেকে হাসপাতালে পাঠানো হয়।
আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ‘বিমানের একটি চাকার সমস্যা হয়েছিল। সব যাত্রী ও ক্রু নিরাপদে বিমান থেকে নামতে পেরেছেন। বিমানের সার্ভিস বন্ধ রাখা হয়েছে এবং আমাদের রক্ষণাবেক্ষণ টিম তা পরীক্ষা করছে।’
বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয় বলে জানায় ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।
সূত্র : এনডিটিভি