ফরিদপুরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে
জানা গেছে, কানাইপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি বাসকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এতে আহত হয়েছেন আরো কমপক্সে ১০ জন। সবাইকেই ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দু’টি জব্দ করে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৪ Responses
https://shorturl.fm/Dk2xs
https://shorturl.fm/GXKNk
https://shorturl.fm/ACjuR
https://shorturl.fm/sYo2L
https://shorturl.fm/1vXKW
https://shorturl.fm/DZode
https://shorturl.fm/5eNzk
https://shorturl.fm/kWb2t
https://shorturl.fm/WgVTN
https://shorturl.fm/zV6oc
https://shorturl.fm/oKCFb
https://shorturl.fm/fLlbl
https://shorturl.fm/dxrf1
https://shorturl.fm/miEHx
https://shorturl.fm/VKxWV
https://shorturl.fm/GNR6r
https://shorturl.fm/oOtmx
https://shorturl.fm/XRx8O
https://shorturl.fm/mQvau
https://shorturl.fm/Zktmj
https://shorturl.fm/slNWD
https://shorturl.fm/YZqzw
https://shorturl.fm/us6pn
https://shorturl.fm/BYAuX
https://shorturl.fm/jmdBe