জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২’র সংবিধান হলো মুজিববাদী সংবিধান, ওটা আওয়ামী লীগের সংবিধান। ওই সংবিধান পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ জেলা শহরের মুক্তির সোপান চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে রাস্তায় নেমেছিলাম, যে পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেই পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমাদের চাওয়া ছিল, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়েও এখন তালবাহানা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার ধ্বংসের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার লড়াইয়ে যখন আমরা মাঠে নেমেছিলাম, সিরাজগঞ্জের মতো বাংলাদেশের সব জেলার মানুষ আমাদের সমর্থন দিয়ে রাস্তায় নেমে এসেছিল।’
‘এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে; সেইসবের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের দিকে এগোতে পারি না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সকল অন্যায়ের অবশ্যই বিচার নিশ্চিতের পাশাপাশি সংস্কারও করতে হবে। আমরা পুরনো সিস্টেমে ফিরে যেতে চাই না, যেতে দেয়া হবে না। এমনভাবে সংস্কার করতে হবে, যাতে বাংলাদেশে আর কখনো কেউ স্বৈরাচারী হতে না পারে।’
তিনি বলেন, ‘বিচারব্যবস্থা সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭২’র সংবিধান হলো মুজিববাদী সংবিধান, ওটা আওয়ামী লীগের সংবিধান, যে সংবিধান গত ৫০ বছরে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করেনি। বাংলাদেশকে অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রেও পরিণত করতে পারেনি। তাই ওই সংবিধান পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। যে সংবিধানে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও ব্রিটিশবিরোধী সংগ্রামের কথা থাকবে।’
সিরাজগঞ্জের মাটি প্রতিরোধের ঘাঁটি উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা সেই প্রতিরোধ দেখেছি জুলাই গণঅভুত্থানেও। জুলাই গণঅভুত্থানের সময় সিরাজগঞ্জে ১৩ জন শহীদ হয়েছে। সিরাজগঞ্জ থেকে ফ্যাসিবাদী হটানোর যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী বাংলাদেশে সিরাজগঞ্জের ঐতিহ্য পৃথিবীর সামনে তুলে ধরব। কর্মসংস্থান করা হবে, শিক্ষা ও স্বাস্থ্যের সুব্যবস্থা করা হবে।’
জনতার উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘জুলাই গণঅভুত্থানের মত জাতীয় নাগরিক পার্টির ওপর আস্থা রেখে, আমাদের সমর্থন দিয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলুন।’
সমাবেশে আরো বক্তব্য দেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ প্রমুখ।
সূত্র : বিবিসি
১৫ Responses
Partner with us for generous payouts—sign up today! https://shorturl.fm/5wadJ
Partner with us and earn recurring commissions—join the affiliate program! https://shorturl.fm/ORFhh
Share our products, earn up to 40% per sale—apply today! https://shorturl.fm/cpkq1
Join our affiliate program today and earn generous commissions! https://shorturl.fm/vHgBg
Promote our brand and get paid—enroll in our affiliate program! https://shorturl.fm/5MtVb
Become our partner and turn referrals into revenue—join now! https://shorturl.fm/uqO6c
Monetize your influence—become an affiliate today! https://shorturl.fm/GMIFs
Earn passive income this month—become an affiliate partner and get paid! https://shorturl.fm/gouE1
Grow your income stream—apply to our affiliate program today! https://shorturl.fm/Ap6EJ
Turn your audience into earnings—become an affiliate partner today! https://shorturl.fm/KafGr
Start earning passive income—become our affiliate partner! https://shorturl.fm/Wl5jo
Unlock top-tier commissions—become our affiliate partner now! https://shorturl.fm/FgVGm
Be rewarded for every click—join our affiliate program today! https://shorturl.fm/Ux09P
Be rewarded for every click—join our affiliate program today! https://shorturl.fm/Ux09P
Refer and earn up to 50% commission—join now! https://shorturl.fm/jCDdk