নতুন নেতৃত্ব এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এক বছর মেয়েদের নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন ইনামুল হাসান।
রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টায় পর্যন্ত। পরে নির্বাচিত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও সংগঠনটির মুখপাত্রের নাম ঘোষণা করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মইনুল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।
জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) চলে যাওয়ায় বেশ কিছুদিন থেকেই নেতৃত্বের কিছুটা শূন্যতা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটিতে। সেই শূন্যতা পূরণেই অনুষ্ঠিত হয় প্রথম কাউন্সিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটিতে দায়িত্ব পাওয়া ২৬ জনের ২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো ভালোবাসার সংগঠনের নেতৃত্ব পাওয়ায় উৎফুল্ল সভাপতি ও সাধারণ সম্পাদক জানালেন, সর্বোচ্চ দায়িত্বশীলতার মাধ্যমে দায়িত্ব পালন করবেন তারা। বারবার উল্লেখ করলেন চেষ্টা করবেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার।
কা/ত/মা