বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করেছেন। এতে লজ্জাও লাগল না, দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে।
তিনি বলেন, একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, তিনি হলেন ড. ইউনূস।
শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এই ডিসেম্বরের কথা কিন্তু ড. ইউনূস স্বয়ং বলেছেন। আমরা বলিনি, পরবর্তীতে তিনি ‘শিফট’ করে চলে গেলেন জুন মাসে। এই সময়ে নির্বাচন হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে।
তিনি বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার। কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
১২ Responses
https://shorturl.fm/IPXDm
https://shorturl.fm/xlGWd
https://shorturl.fm/0EtO1
https://shorturl.fm/VeYJe
https://shorturl.fm/0oNbA
https://shorturl.fm/MVjF1
https://shorturl.fm/xlGWd
https://shorturl.fm/hevfE
https://shorturl.fm/ypgnt
https://shorturl.fm/DA3HU
https://shorturl.fm/PFOiP
https://shorturl.fm/I3T8M