বাংলাধ্বনি নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল ২০২৫ | চার দফা দাবিতে আগামী মাসের ৩রা মে মহাসমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সারাদেশে বিক্ষোভ মিছিল করে হেফাজত নেতাকর্মীরা।
শুক্রবার ২৫ এপ্রিল, জুমার নামাজের চকবাজার মসজিদ থেকে মহাসড়ক প্রদক্ষিণ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষীপুর জেলার বিক্ষোভ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম লক্ষীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিন, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, কমলনগর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ আল-ফারুক।
বাংলাধ্বনি ডটকমের কাছে মঞ্জুরুল ইসলাম নাদিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পৌর সভাপতি মাওলানা ওলিউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা সহকারী দপ্তর সম্পাদক মাওলানা কাজী শাকিল,কমলনগর উপজেলা প্রচার সম্পাদক মাওলানা ওমর ফারুক সহ জেলা ও বিভিন্ন থানা হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-কা/ত/মা