শনিবার, বিকাল ৩:৪৯
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

হাটহাজারী মাদ্রাসায় সন্ত্রাসী হামলার নিন্দা জানাল খেলাফত মজলিস

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রবিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “হাটহাজারী মাদ্রাসা শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশের ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের অগ্রণী কেন্দ্র। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় শতাধিক ছাত্র আহত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

নেতৃদ্বয় অভিযোগ করেন, হামলাকারীদের সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তাদের কার্যকলাপ ছিল পরিকল্পিত উস্কানি। তারা আরও বলেন, “মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানসমূহে আঘাত করা মানে দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আহত করা। এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত।”

বিবৃতিতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে হামলাকারী ও উস্কানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানানো হয়।

খেলাফত মজলিসের শীর্ষ নেতারা আহত ছাত্রদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান জানাতে ও শান্তি-সৌহার্দ্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিবৃতির শেষে তারা বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—হাটহাজারী মাদ্রাসার ঐতিহ্য ও ত্যাগ কখনো ব্যর্থ হবে না। হামলাকারীরা যেখান থেকেই আসুক না কেন, তারা যেন সঠিক পথে ফিরে আসে—সেটিই হবে জাতির জন্য কল্যাণকর।”

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *