সোমবার, ভোর ৫:২৫
১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি

ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) দেশটিতে পালিত হচ্ছে দিবসটি। ১৯৪৭ সালের এদিন ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল দেশটি।

সংবাদমাধ্যম ভাস্কর জানিয়েছে, মোদি এবারই প্রথমবারের মতো এ দীর্ঘ এবং ১০০ মিনিটের বেশি ভাষণ দিয়েছেন। এছাড়া দিল্লির লালকেল্লা থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই দীর্ঘ বক্তব্য।

গত বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন। এরআগে তিনি সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন ২০১৬ সালে। সে বছর ৯৬ মিনিট কথা বলেছিলেন তিনি।

অপরদিকে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ২০১৭ সালে। ওই বছর জাতির উদ্দেশ্যে মাত্র ৫৬ মিনিট কথা বলেন তিনি। এখন পর্যন্ত স্বাধীনতা দিবসে মোট চারবার— ২০১৯, ২০২০, ২০২৩ এবং ২০২৪ সালে মোদি ৯০ মিনিটের বেশি কথা বলেছেন।

মোদির আগে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসে সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন জওহর লাল নেহরু (১৯৪৭ সালে ৭২ মিনিট), আই কে গুজরাল (১৯৯৭ সালে ৭১ মিনিট)।

জওহর লাল নেহরুর ৭২ মিনিটের বক্তব্য রাখার রেকর্ডটি ২০১৫ সালে প্রথম ভাঙেন মোদি। সে বছর ৮২ মিনিট কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসে সবচেয়ে কম সময় কথা বলার রেকর্ড রয়েছে ইন্দিরা গান্ধী ও জওহর লাল নেহরুর। তারা দুজনেই মাত্র ১৪ মিনিট কথা বলে নিজেদের বক্তব্য শেষ করে দিয়েছিলেন।

সূত্র: ভাস্কর

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *