শুক্রবার, ভোর ৫:৪১
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

সিনেমা হল থেকে তাবলীগ মারকাজ মসজিদে রূপান্তর

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলায় একসময় যে ভবনটি সিনেমা হল হিসেবে পরিচিত ছিল, সেটিই এখন রূপ নিয়েছে তাবলীগ জামাতের মারকাজ মসজিদে। স্থানীয় আলেম-উলামা ও তাবলীগের সাথীদের উদ্যোগে এ পরিবর্তন ঘটেছে।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে অচল পড়ে থাকা ভবনটি একসময় বিনোদনের কেন্দ্র হলেও তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং ধর্মপ্রাণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ভবনটিকে সংস্কার করে মসজিদে রূপান্তর করা হয়েছে।

মসজিদটির নামকরণ করা হয়েছে “কালিয়া উপজেলা তাবলীগী মারকাজ মসজিদ (আলামী শুরা-ভিত্তিক তাবলীগ)”। শীঘ্রই এখানে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার জামাত এবং নিয়মিত তাবলীগী কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দ প্রকাশ করে বলেন, “যে স্থান একসময় নষ্টামির জন্য ব্যবহৃত হতো, আজ সেটি আল্লাহর ইবাদতের ঘরে রূপ নিয়েছে। এ দৃশ্য আমাদের চোখে পানি এনে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

এলাকাবাসীর মতে, এই রূপান্তর কেবল একটি ভবনের পরিবর্তন নয়, বরং সমাজে ইসলামী মূল্যবোধের জাগরণের প্রতীক। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন, মসজিদ ও মারকাজের কার্যক্রম ভবিষ্যতে নড়াইল তথা সারা দেশে ইসলামী দাওয়াত ও সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত বা অনুপযুক্ত ভবনকে মসজিদ ও মাদরাসায় রূপান্তরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কালিয়ার এই উদ্যোগও জাতীয়ভাবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *