ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত শুক্রবার দুপুরে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ না হতেই মামলার অগ্রগতি সম্পর্কে জানতে ফের শাহবাগ থানা ঘেরাও করেছেন তারা।
রোববার (১৮ মে) দুপুরে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত একটি প্রতিনিধিদল মামলার অগ্রগতি সম্পর্কে জানতে থানায় প্রবেশ করেন৷ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা ৩০) শিক্ষার্থীরা এখনো শাহবাগ থানায় অবস্থান করছেন।
এর আগে বেলা ১১টায় আন্দোলনকারীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। তারপর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে কিছুক্ষণ অবস্থান করেন এবং পরবর্তীতে তারা শাহবাগ থানা ঘেরাও করেন। এ সময় তারা- ‘শেইম শেইম, ইন্টােরিম’; ‘সাম্য, সঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাইরে’; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’; ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’; ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন এবং দ্রুত বিচারের আশ্বাস প্রদান করেন।
উপাচার্য বলেন, সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের জন্য আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা ধৈর্য ধারণ করুন। আমরা আজ বিকেল তিনটায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসবো। এখানে আমরা মামলার অগ্রগতি বিষয়ে কথা বলবো এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির কথা জানাবো।
নিহত সাম্যের বড় ভাই এস এম শরিফুল আলম বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার ভাইয়ের মৃত্যু নিয়ে বিচারের নামে যেন কোন প্রহসন বা কালক্ষেপণ না করা হয়। তাছাড়া কোন নিরপরাধ ব্যক্তি যেন কোনভাবেই ফেঁসে না যায়। প্রকৃত অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবি জানান তিনি।