টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি ডিম, চাল ও মুরগির দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর খিলগাঁও, মালিবাগ, রামপুরা, মোহাম্মদপুরসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
– সবজির দাম লাগামহীন
বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকায়, যা এক সপ্তাহ আগের চেয়ে প্রায় ৫০-৬০ টাকা বেশি। টমেটোর কেজি ১৬০ থেকে ২০০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা, শসা ১০০ টাকা ছাড়িয়ে গেছে। বিভিন্ন সবজির দামও চড়া। ঢ্যাঁড়স ও পটোল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। করলা, বরবটি, কাঁকরোল ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। চিচিঙ্গা, ঝিঙ্গে ও কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, ‘সবজির এমন দাম আগে কখনো দেখা যায়নি। সাপ্তাহিক বাজার করতে গেলেই হিমশিম খেতে হচ্ছে।’
– চালের দামে স্বস্তি নেই
বৃষ্টির সঙ্গে সম্পর্ক না থাকলেও চালের বাজারও ঊর্ধ্বমুখী। খুচরা পর্যায়ে মোটা চাল ৬০-৬৫ টাকা, মাঝারি মানের মিনিকেট ৭০-৭৫ টাকা, নাজিরশাইল ৮৫ টাকা, আর ভালো মানের ব্র্যান্ডেড চাল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
রামপুরার এক দোকানি বলেন, ‘গোডাউনে মাল কম, ডিলারও দাম বাড়াচ্ছে। তাই আমরাও কমাতে পারছি না।’
– ডিমে ২০ টাকার ঝাঁজ
সপ্তাহ ব্যবধানে ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে যেখানে প্রতি ডজন ডিমের বাজারদর ছিল ১২০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, পরিবহন ও খামারে উৎপাদন খরচ বাড়ায় দাম বেড়েছে।
– মুরগির দামে আগুন
প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগির কেজি ৫৫০-৬০০ টাকা। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
– পেঁয়াজও দামে তুঙ্গে
পেঁয়াজের দাম এক সপ্তাহেই কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। এখন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কেজিতে। এলাচসহ অন্যান্য মসলার দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা।
কা/ত/মা