শুক্রবার, বিকাল ৩:১৯
৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি ডিম, চাল ও মুরগির দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর খিলগাঁও, মালিবাগ, রামপুরা, মোহাম্মদপুরসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

– সবজির দাম লাগামহীন

বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকায়, যা এক সপ্তাহ আগের চেয়ে প্রায় ৫০-৬০ টাকা বেশি। টমেটোর কেজি ১৬০ থেকে ২০০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা, শসা ১০০ টাকা ছাড়িয়ে গেছে। বিভিন্ন সবজির দামও চড়া। ঢ্যাঁড়স ও পটোল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। করলা, বরবটি, কাঁকরোল ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। চিচিঙ্গা, ঝিঙ্গে ও কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, ‘সবজির এমন দাম আগে কখনো দেখা যায়নি। সাপ্তাহিক বাজার করতে গেলেই হিমশিম খেতে হচ্ছে।’

 

– চালের দামে স্বস্তি নেই

বৃষ্টির সঙ্গে সম্পর্ক না থাকলেও চালের বাজারও ঊর্ধ্বমুখী। খুচরা পর্যায়ে মোটা চাল ৬০-৬৫ টাকা, মাঝারি মানের মিনিকেট ৭০-৭৫ টাকা, নাজিরশাইল ৮৫ টাকা, আর ভালো মানের ব্র্যান্ডেড চাল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

রামপুরার এক দোকানি বলেন, ‘গোডাউনে মাল কম, ডিলারও দাম বাড়াচ্ছে। তাই আমরাও কমাতে পারছি না।’

 

– ডিমে ২০ টাকার ঝাঁজ

সপ্তাহ ব্যবধানে ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে যেখানে প্রতি ডজন ডিমের বাজারদর ছিল ১২০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, পরিবহন ও খামারে উৎপাদন খরচ বাড়ায় দাম বেড়েছে।

 

– মুরগির দামে আগুন

প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগির কেজি ৫৫০-৬০০ টাকা। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

– পেঁয়াজও দামে তুঙ্গে

পেঁয়াজের দাম এক সপ্তাহেই কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। এখন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কেজিতে। এলাচসহ অন্যান্য মসলার দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *