রবিবার, সকাল ১০:২৩
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেলো

আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়া। এদিন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সূচনা হবে। তবে এ বছর মহালয়া উপলক্ষ্যে সরকারি কোনো ছুটি নেই।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ঘেঁটে দেখা গেছে, মহালয়ার জন্য কোনো আলাদা ছুটি রাখা হয়নি। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বেশিরভাগ অধিদফতরের প্রকাশিত ছুটির তালিকাতেও মহালয়ার নাম নেই। তবে অনেকেই এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষ্যে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষ্যে রয়েছে সাধারণ ছুটি।

 

পূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটি দাঁড়াবে ১১ দিন। ৭ অক্টোবর থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৮ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

এদিকে, মাদরাসা শিক্ষা অধিদফতরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। ৫ অক্টোবর আবার যথানিয়মে ক্লাস শুরু হবে। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত করেছে অধিদফতর। এছাড়া, ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি পাবে তারা।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *