বাংলাধ্বনি ডেস্ক
লক্ষীপুর প্রতিনিধি, ৭ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনের গাযা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীর আহুত হরতাল কর্মসূচিকে সমর্থন জানিয়ে লক্ষীপুরে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখা।

সোমবার সকাল ১০টায় লক্ষীপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে হেফাজতে ইসলামের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আ.হ.ম নোমান সিরাজীর সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা খোরশেদ আলম, জেলা প্রচার সম্পাদক মাওলানা মনজুরুল হাসান নাদিম, কমলনগর উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ, চন্দ্রগন্জ থানা সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।
বক্তারা বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে গাযাবাসীর পাশে দাড়ানোর আহ্বান জানান।
সমাবেশ থেকে জাতিসংঘ, ওআইসি ও মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবানও জানানো হয়।
বাংলাদেশের পাসপোর্টে “এক্সেপ্ট ইসরাইল” পুনরায় যুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
বেলা ১১টায় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে চকবাজার মসজিদ প্রাঙ্গণে এসে দোয়ার মাধ্যমে শেষ করা হয় গণজমায়েত কর্মসূচি।
সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ জহির উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা নজির আহমদ,সহকারী দপ্তর সম্পাদক কাজী শাকিল,কমলনগর থানা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান,চন্দ্রগন্জ থানা সেক্রেটারি মুফতী আমির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আলেম, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
কা/ত/মা
One Response
I’m really loving the theme/design of your blog. Do you ever run into any browser compatibility issues? A handful of my blog readers have complained about my website not operating correctly in Explorer but looks great in Firefox. Do you have any advice to help fix this issue?