সৌদি প্রো লিগের বড় ম্যাচে জয় পেয়েছে আল নাসর। এদিন ক্রিস্টিয়ানো রোনালদো আর সাদিও মানে গোলের ম্যাচে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে নাসর।
ম্যাচের আগে তিন ম্যাচে তিন জয়ে সমান ৯ পয়েন্ট ছিল নাসর ও ইত্তিহাদের। তাইতো এই ম্যাচটি ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই। ম্যাচের ৯ মিনিটে লিড নেয় আল নাসর। কিংসলি কোমানের ক্রস থেকে দুর্দান্ত ভলি গোলে নাসরকে এগিয়ে দেন সাদিও মানে।
দ্বিতীয় গোল আসে ৩৫ মিনিটে। এটাতেও আসে মানের অবদান। তবে এবার সাদিওর ক্রস থেকে হেডারে নাসরের ২-০ গোলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে বল পজেশন এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কারিম বেনজিমার দল।
কা/ত/মা