শুক্রবার, সকাল ৬:৪৭
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ উইকেটে লঙ্কাবধ করলো বাংলাদেশ

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলো বাংলাদেশ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস।

লঙ্কান সাবেক অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ওপেনার সাইফ হাসানের ৪৫ বলে ৬১ রানের ঝড়ো তান্ডবে শুরুতেই থমকে যায় লংকানরা। ২ উইকেট পড়ে যাওয়ার পর আবার হাল ধরেন তৌহিদ হৃদয়। করেন মাত্র ৩৭ বলে ৫৮ রান।

ম্যাচের শেষ ওভারে আসে টানটান উত্তেজনা। শুরুতেই চার মেরে কাজটা সেরে ফেলছিলেন জাকের আলী। তাতে মনে হচ্ছিল জয়টাও বুঝি সহজেই চলে আসবে। তবে তা এল না। স্কোর সমতায় রেখে জাকের বিদায় নিলেন ছক্কা হাঁকাতে গিয়ে। এর এক বল পর শেখ মাহেদিও যখন বিদায় নিলেন, তখন মনে হচ্ছিল ৯ বছর আগের বেঙ্গালুরুর দুঃস্বপ্ন বুঝি ফিরে আসছে দুবাইয়ে। তবে নাসুম আহমেদ সেটা হতে দেননি। একটা রান নিয়ে নিলেন। আর তাতেই বাংলাদেশ তুলে নিল ৪ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। তাতে তাদের সুপার ফোরের শুরুটাও হলো দুর্দান্তভাবে।

এর আগে, গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৫ ওভারে ১৬৯/৬ (শামীম ১৪*, নাসুম ১*; তানজিদ ০, লিটন ২৩, সাইফ ৬১, হৃদয় ৫৮, জাকের ৯, মেহেদী ০)

শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৩*, ওয়েল্লালাগে ০*; নিসাঙ্কা ২২, মেন্ডিস ৩৪, মিশারা ৫, পেরেরা ১৬, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২)

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *