সোমবার, রাত ৪:৪০
১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল (সোমবার) সরারসি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এছাড়া এই ঐতিহাসিক দেখানো হবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। তবে কোন কোন স্থানে এই রায় দেখানো হবে তা ঠিক করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছে সরকার। মোতায়েন করা হয়েছে বিজিবি।

গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *