রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিনের উদ্যোগে
শিশু-কিশোরদের জন্য সীরাত কুইজ ও সীরাত সেমিনার অনুষ্ঠিত। প্রায় ২০০ জন শিক্ষার্থী উপস্থিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ৪টি স্তরে মোট ৪০টি পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান মেহমান, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের চেয়ারম্যান, আপসহীন মজলুম রাহবার, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী সেমিনারের শোভা বৃদ্ধি করেছেন। শিশু কিশোরদের জন্য নবীজিবনী নিয়ে চমৎকার আলোচনা করেছেন। অনুপ্রাণিত করেছেন উপস্থিত শ্রোতা দর্শক ও অতিথিদের। তিনি বলেন, শিশুদের মননে নবীজীর ভালোবাসা আদর্শের বীজ রুইয়ে দিতে হবে। মনে রাখতে হবে নবীজীর আদর্শ ছাড়া কোন সংস্কারি ফলপ্রসূ হতে পারে না।
ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত সেমিনারে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি জাকারিয়া মাহমুদের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি আহসান শরীফ ; কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মুফতি মাহবুব হাসান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি এহসানুল হক উসমান; মুফতি আবদুল হান্নান হাবীব; মাওলানা হাবীবুর রহমান; মুফতি নাঈম হুসাইন ; গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া।
মোহাম্মদিয়া হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারটির আহ্বায়ক ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি আবদুল কাইয়ুম হানাফি।