রবিবার, সকাল ৬:২১
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

রবীন্দ্রনাথের নীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে: সিরাত মাহফিলে অভিযোগ

রাজধানীর ধোপাখোলা মাঠে আজ বাদ মাগরিব অনুষ্ঠিত সিরাত মাহফিলে মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, বাংলাদেশে রবীন্দ্রনাথের ‘বস্তাপঁচা নীতি’ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মামুনুল হক বলেন, “আমরা মৌলবাদীরা এদেশে ভাড়াটিয়া নই। বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি সংগ্রামে আমরা রক্ত দিয়ে লড়াই করেছি। ইসলাম ও আলেমদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তাকে কঠোরভাবে দমন করা হবে।”

নির্বাচন প্রসঙ্গে খেলাফত মজলিসের এই আমির বলেন, “কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা এবং জুলাই শহীদদের রক্তের সনদ নিশ্চিত করতে হবে। বাহাত্তরের সংবিধান বাংলাদেশে চলবে না। দেশের সকল রাজনৈতিক শক্তিকে জানিয়ে দিচ্ছি—চব্বিশকে এড়িয়ে গিয়ে বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন হবে না।”

উক্ত মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমসহ দেশের প্রখ্যাত আলেমরা বয়ান রাখেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *