যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে গাজার শাসকগোষ্ঠী হামাসের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে। হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি এখনো পর্যালোচনায় রেখেছে, তবে বর্তমান রূপে এটি কার্যকর করা হলে এটি গাজায় ‘হত্যাকাণ্ড ও দুর্ভিক্ষের ধারাবাহিকতা’ই বজায় রাখবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (২৯ মে) জানান, ইসরায়েল প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব হামাসের বিবেচনার জন্য পাঠিয়েছেন।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রস্তাব ‘আমাদের জনগণের কোনো দাবিই পূরণ করেনি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ বন্ধ করা’। তিনি আরও বলেন, ‘তবুও আন্দোলনের নেতৃত্ব জাতীয় দায়িত্ববোধ থেকে প্রস্তাবের জবাব নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে।’
হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি জানান, এই প্রস্তাবে ইসরায়েলের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, গাজা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা কিংবা অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা – কিছুই নেই।
ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সম্মতির কথা প্রকাশ করেনি।
২৮ মে গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত আল-আরাবিদ পরিবারের শিশুদের জানাজায় শোকাহত মানুষদের ভিড় দেখা গেছে। হামলার এই বেদনাদায়ক পরিণতি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বাস্তবতাকে আরও জোরালোভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
১০ Responses
https://shorturl.fm/uyMvT
https://shorturl.fm/47rLb
https://shorturl.fm/47rLb
https://shorturl.fm/Kp34g
https://shorturl.fm/retLL
https://shorturl.fm/JtG9d
https://shorturl.fm/47rLb
https://shorturl.fm/retLL
https://shorturl.fm/0oNbA
https://shorturl.fm/f4TEQ