|| ত্বহা মাহমুদ ||
যারা জুলাই বিশ্বাস করে এবং বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করতে দ্বিধাবোধ করে না, কিন্তু মুজিবরের প্রতি করুণার দৃষ্টি দেয় তাদের মধ্যে ঝামেলা আছে। আপনি মিলাইয়া নিয়েন।
শেখ মুজিবরকে কিসের শ্রদ্ধা দিবেন আপনি, এত দরদ কোত্থেকে উড়ে আসে ভাই! শহীদ পরিবার এবং শহীদদের প্রতি কৃতজ্ঞতাটুকুও কাজ করে না। তাদেরকে শ্রদ্ধা দেন যাদের কারণে এই সুন্দর পরিস্থিতি পেয়েছেন। যারা পঙ্গুত্ব মেনে নিয়ে আপনাকে ময়দান ছেড়ে দিয়েছে, তাদেরকে ফুল দিয়ে, পোস্ট দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু তা না করে ৩২ নিয়ে উতলা হয়ে পড়েছেন।
মনে রাখবেন,
মুজিবর আর চব্বিশ একপাত্রে থাকতে পারে না। কোন ব্যক্তি মুজিবরকে ধারণ করে হাসিনার বিরোধী হইতে পারে না, পারবেও না। এটা ইম্পসিবল, চ্যালেঞ্জ!
প্রশ্ন জাগতে পারে কেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের একটা পার্ট মুজিববাদের বিরুদ্ধেও ছিল। আর পতিত লেডি ফেরাউন ছিলো সেই মুজিবরেরই প্রতিচ্ছবি।