শনিবার, রাত ১০:৪৪
৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

মাদ্রাসা শিক্ষার্থীদের ছাত্র সংসদের আত্মপ্রকাশ, পদ পেলেন যারা

বাংলাধ্বনি নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল ২০২৫ | রাজধানীর ব্যস্ততম নগরী মিরপুরের ঐতিহ্যবাহী জামিয়া দারুল উলূম মিরপুর ঢাকার শিক্ষার্থীদের উদ্যোগে ‘ছাত্র সংসদ’ এর আত্মপ্রকাশ ঘটেছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনারে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে বক্তারা শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

 

ছাত্রনেতা ত্বহা মাহমুদ ও অপর ছাত্রনেতা ইমরান হুসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মুফতি আবদুল মালেক। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি প্রতিটি ছাত্রকে বহুমূখী যোগ্যতাসম্পন্ন আলেম হিসেবে গড়ে তুলতে হবে।

সেই আকাঙ্খা ও ধারাবাহিকতায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। একজন ছাত্র যাতে সমাজের সকল সেক্টরে নিজেকে মেলে ধরতে পারে, বক্তৃতার মঞ্চ কিংবা লেখনির জগত অথবা নেতৃত্যের ময়দানে নিজের সবটুকু প্রতিভার বিকাশ ঘটাতে পারে- এজন্য শিক্ষার্থীদের পরিচালনায় আত্মপ্রকাশ করেছে ‘দারুল উলূম ছাত্র সংসদ’ নামে একটি সাড়াজাগানো প্রশিক্ষণমূলক ছাত্রসংগঠন।

 

অনুষ্ঠানে কুরআনুল কারিমের তেলওয়াত মাধ্যমে শুরু হয়ে নাতে রাসূল (সা.) ও কমিটির পরিচিতি পর্ব এবং শেষে দোয়ার মাধ্যমে শেষ হয় এটি। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মাজেদুল ইসলাম।

ছাত্র সংসদের কমিটির অনুমোদনপত্র

 

-কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *