মঙ্গলবার, সকাল ৭:৫৫
১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

মসজিদে ফজরের পর চায়ের আয়োজন—আলফজর টি

মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী

মসজিদে আমরা নতুন একটি আয়োজন শুরু করেছি। আয়োজনটির‌ নাম- আলফজর টি। পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েকাপ টি আছে। মানে হলো, ঘুম থেকে ওঠার পর যে চা পান করা হয় একে বলা হয় ওয়েকাপ টি। ‌ আমরা শুরু করেছি ফজর টি। যে সকল মুসল্লিরা মাসজিদে ফজরের নামাজ আদায় করেন তাদেরকে নিয়ে সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার ফজরের পরে অজিফা শেষে একসাথে বসে চা পান করা।

চায়ের সাথে কখনো কখনো টাও থাকে। কখনো বিস্কুট কখনো কেক। অথবা কখনও হালকা কোন খাবার। এটির আয়োজক মুসল্লিগণ। একেক দিন একেক জন। আজকে ফজরের পরে একজন নিয়মিত মুসল্লী, যিনি ঢাকার বেশ কয়েকটি বেকারির মালিক তিনি তার বেকারির বিস্কিট নিয়ে এলেন। ‌ আরেকদিন সেমাই এর ব্যবস্থার আলোচনা হলো। ‌ কড়া লিকারের রং চায়ের সাথে আন্তরিক মেলবন্ধন এবং পারস্পরিক কুশল বিনিময়। পাশাপাশি দ্বীনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর ও আলোচনা। ‌ সবকিছু মিলে সামাজিক হৃদ্যতার এক অনন্য মানযার।

 

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করেছিলেন। আমরা মসজিদে কেবল নামাজের জন্য আসি। অথচ আমাদের আসা দরকার জীবনের সব সমস্যার সমাধানের জন্য, জীবনের সব প্রাঙ্গনের প্রশান্তি ও ছুকুনের জন্য। মসজিদ হয়ে উঠুক আমাদের প্রাণের মেলবন্ধনের অনন্য দহলিজে।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *