বৃহস্পতিবার, রাত ১:৪২
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ভবনের নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও দক্ষতায় জোর দিচ্ছে সরকার: গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভবন সংক্রান্ত দূর্যোগের ঝূঁকি প্রশমনে শুধু আইনের প্রয়োগ নয়, একই সাথে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রির গুনগত মাান নিশ্চিত করতে জোর দিচ্ছে সরকার৷

সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝূঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি৷

তিনি বলেন, ভবন নির্মাণ এবং অনুমোদনের ক্ষেত্রে এ চারটি বিষয় নিশ্চিত করা গেলে ভবিষ্যতের প্রতিটি ভবন হবে নিরাপদ ও পরিবেশবান্ধব৷

নিরাপদ ভবন নির্মানে একটি আর্বান ডিজাস্টার ল্যাব গঠনের প্রস্তাব দেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম৷ প্রকৌশলীরা বলেন, গুণগত ডিজাইন, অনুমোদন, নির্মাণ তদারকি থাকতে হবে৷ কনসালটেন্টদের জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন প্রকৌশলীরা৷

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *