বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই বর্ষা মৌসুমের আগে আগে এমন বৃষ্টির দেখা মিলছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলভাগে উঠে এসে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানিয়ে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিল নিম্নচাপটি। এটি আরো উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃ্ষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে।
এর প্রভাবে ঢাকাসহ সারা দেশে আজও বৃষ্টি অব্যাহত থাকবে। তবে তার মাত্রায় হেরফের ঘটবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ দেশের আটটি বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৯ Responses
https://shorturl.fm/47rLb
https://shorturl.fm/IPXDm
https://shorturl.fm/0oNbA
https://shorturl.fm/hQjgP
https://shorturl.fm/retLL
https://shorturl.fm/fSv4z
https://shorturl.fm/eAlmd
https://shorturl.fm/0EtO1
https://shorturl.fm/DA3HU