সোমবার, দুপুর ১:৪১
১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

বছিলা সড়ক যেন জল-কাদার ফাঁদ: মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মো. মোবারক হোসাইন বলেছেন, লাখো মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কটি বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। রাস্তা নয়, যেন জল-কাদার একটি ফাঁদ। প্রতিদিন মানুষ এই রাস্তায় সময়, শ্রম আর জীবন বাজি রেখে চলাচল করে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নানা বয়স ও পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হন।

তিনি আরও বলেন, এই সড়কটি সহজেই চার লেনে উন্নীত করার সুযোগ থাকলেও তার বড় একটি অংশ দখল করে আছে ইট-পাথরের গাদা ও ভ্রাম্যমাণ দোকান। শুধু ফুটপাত নয়, রাস্তার অর্ধেকও এখন মানুষের চলাচলের বাইরে।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যস্ত এই সড়কে অসংখ্য গর্ত, খানাখন্দ ও পানি জমে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে মানুষ।

মোবারক হোসাইন অভিযোগ করে বলেন, সরকার উন্নয়নের কথা বললেও এই এলাকার মানুষ যেন অদৃশ্য তালিকার বাইরে পড়ে আছে। যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, তাদের রাস্তায় এখন হেঁটে যাওয়ারও উপায় নেই।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মোহাম্মদপুর শাখার উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, শিক্ষক নেতা এস এম শাহীন, সাংবাদিক এম এ রউফ, শ্রমিক নেতা অহিদুর রহমানসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, বছরের পর বছর ধরে চলাচলের এই প্রধান সড়কটি অচল হয়ে আছে উন্নয়ন কার্যক্রম নেই বললেই চলে অবিলম্বে রাস্তা সংস্কার, দখলমুক্তকরণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে আগামীতে সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই মানববন্ধনের আয়োজন করে—নিসচা, আমাদের মোহাম্মদপুর, ডেমোক্রেটিক ইয়ুথ সোসাইটি, সোসাইটি ফর হিউম্যান রাইটস, ঐক্যবদ্ধ মোহাম্মদপুর ও বছিলা সোশ্যাল প্লাটফর্ম।

সংগঠকরা জানান, মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার কোনো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার। আমরা উন্নয়ন চাই, কেবল কথার উন্নয়ন নয়, বাস্তব কাজ চাই।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *