ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে জেলা শহর ফেনীতে আয়োজন করা হয়েছে ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার। আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) শহরের একাডেমি রোডে মারকায উমর রা.-এর অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
ওইদিন বিকেল তিনটায় শুরু হয়ে কর্মশালা চলবে ইশা পর্যন্ত। মুফতী ইলিয়াস বিন নাজেমের সভাপতিত্বে, কাজী সিকান্দারের পরিচালনায় এবং মুহাম্মদ আবু বকর ছিদ্দিকের সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় কী লিখব, কেন লিখব, কীভাবে লিখব, লেখালেখির প্রস্তুতি, রোজনামচা, ব্যবহারিক বানান, প্রবন্ধ-নিবন্ধ, ছড়া, গল্প, ফিচার, অনুবাদ, সংবাদপত্র, সাংবাদিকতাসহ সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা থাকবে।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট আলেম লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। বিশেষ প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম, শীলন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন- হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট লেখক ও ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী ফারুক হোসাইন, কমিটমেন্ট রিয়েলিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা একরামুল হক ভূঁইয়া, দারুল আজহার মডেল মাদরাসা ফেনীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, মারকায উমর রা. মাদ্রাসা ফেনীর প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, ক্যালিগ্রাফ ডিজাইন অ্যান্ড প্রিন্টিং, ঢাকার স্বত্বাধিকারী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।
আলোচক হিসেবে থাকবেন- শাইখুল হাদিস, লেখক ও গবেষক মুফতী মুহাম্মদ আমিমুল ইহসান, বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আবদুর রাজ্জাক, সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলার সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক নয়া পয়গামের সম্পাদক ও প্রকাশক এনামুল হক, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, সাপ্তাহিক স্বদেশপত্র’র প্রকাশক ও সম্পাদক নুর নবী জীবন প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে যাইনুল আবেদীন কাসেমীর কাছে ১০০ টাকা দিয়ে নাম রেজিস্ট্রেশন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ- 01831-920509 (হোয়াটসঅ্যাপ)
01616-963425 (বিকাশ)
৯ Responses
Promote, refer, earn—join our affiliate program now! https://shorturl.fm/OQy5x
Share your link and rake in rewards—join our affiliate team! https://shorturl.fm/bos3V
Boost your income—enroll in our affiliate program today! https://shorturl.fm/Gat1C
Turn referrals into revenue—sign up for our affiliate program today! https://shorturl.fm/5qHio
Become our partner and turn clicks into cash—join the affiliate program today! https://shorturl.fm/3mdRc
Sign up and turn your connections into cash—join our affiliate program! https://shorturl.fm/i1fHZ
Sign up for our affiliate program and watch your earnings grow! https://shorturl.fm/NJJDD
Start sharing, start earning—become our affiliate today! https://shorturl.fm/IhCFD
Monetize your audience with our high-converting offers—apply today! https://shorturl.fm/NWl4c