রবিবার, বিকাল ৩:৩১
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

পানিতে হলুদের গুঁড়া মেশানোর ট্রেন্ড কীভাবে শুরু হলো?

সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে পানিতে হলুদের গুড়া মেশানোর ভিডিও। ছবি: সংগৃহীত

বাংলাধ্বনি নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে ‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’। সম্প্রতি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ছে পানিতে গুঁড়া হলুদ মেশানোর ভিডিও। এই টেন্ডে গা ভাঁসাচ্ছেন কমবেশি সবাই। তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটা অ্যাকটিভ নন, তাদেরকেও ভাবাচ্ছে বিষয়টা।

 

ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধকার ঘরে পানিভর্তি স্বচ্ছ গ্লাসে লোকজন গুঁড়া হলুদ ঢেলে দিচ্ছে, গ্লাসের নিচে জ্বলছে মুঠোফোনের ফ্ল্যাশলাইট। ঢেলে দেয়া হলুদ ধীরে ধীরে পানিতে মিশছে আর ফ্ল্যাশলাইটের আলোয় ছড়িয়ে পড়ছে চোখজুড়ানো হলুদ আভা। অন্ধকার ঘরে যেন হচ্ছে সূর্যোদয়।

 

এই টেন্ড শুরু হয় ১৪ জুন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেনের টিকটক ভিডিও থেকে। যেখানে দেখা যায়, প্রায় অন্ধকার ঘরে পুষ্পা গোমেন গ্লাসের পানিতে গুঁড়া হলুদ ঢালছেন। গ্লাসের নিচে জ্বলছে ফ্ল্যাশলাইট। পুষ্পার আশপাশে আরও কয়েকজন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর।

পানিতে গুঁড়া হলুদ পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা, সঙ্গে সঙ্গে বাজতে লাগল ‘ম্যায় আগার কাহু’র সুর। আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা। ব্যস, সেই থেকে ভিডিওটি ভাইরাল। টিকটকে পুষ্পা গোমেনের ভেরিফায়েড অ্যাকাউন্টে ভিডিওটির ভিউ সাড়ে তিন কোটি (২২ জুন রাত ১১টা পর্যন্ত)!

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *