মঙ্গলবার, সকাল ১০:৫৯
১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

নদীভাঙন পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বরে এনসিপি নেতৃবৃন্দ

ছবি- আবরারুল করিম নেহাল, বাংলাধ্বনি


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন এনসিপি সরাইলের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদীর নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

ভুক্তভোগী এলাকাবাসী জানান, নদী ভাঙনের ফলে বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে শত শত পরিবার। এ দুর্যোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

 

নদিভাঙন পরিদর্শন শেষে আশরাফ মাহদি বলেন, স্থানীয়দের কথা থেকে জানতে পারলাম এ সমস্যা ২০১৮ সাল থেকেই চলে আসছে। যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে বিভিন্ন ফার্ম ও রাইসমিল সহ রাষ্ট্রীয় হাজার কোটি টাকার সম্পদ এখন পানি নিচে হারিয়ে গেছে। বিগত সময়ের প্রতিনিধিরা বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েও কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।

অতিসত্বর এই ভাঙন রোধে জরুরি জিও ব্যাগ ডাম্পিংসহ দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সদিচ্ছা থাকলে এ কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।

 

এনসিপি সরাইলের নেতৃবৃন্দ আশ্বস্ত করে বলেন, এলাকাবাসীর যে কোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে কার্যকর উদ্যোগ গ্রহণে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি।

 

সরেজমিন পরিদর্শনে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হাজী মোবারক হোসেন, যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম, এবং সমন্বয় কমিটির সদস্য দুর্জয় মাহমুদ ও নাসরুল্লাহ মুয়াজ, আশুগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম ডালিম, দিপু মোল্লা ও এহসান ভুইয়া।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *