আধ্যাত্মিক আবহে এবং ধর্মপ্রাণ জনতার ঢল উপচে পড়া পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সভার সফল পরিসমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব।
সভায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
দুই দিনব্যাপী এই মাহফিলে দেশি-বিদেশি শীর্ষ আলেমরা ইসলাম, সমাজসংস্কার ও নৈতিক শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আল্লামা ইলিয়াস গুম্মান ও আল্লামা মুয়াবিয়া আজম তারেক; বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা জুনাইদ আল-হাবীব, আল্লামা খলিল আহমদ কাসেমী, আল্লামা শায়খ আহমদ উল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।
কা/ত/মা