বুধবার, সন্ধ্যা ৬:৪৬
৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

তিন গোল বাতিল রিয়ালের, তবুও জয়

লা লিগায় ঘরের মাঠে যেন আক্রমনাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল রিয়াল মাদ্রিদ। দুই অর্ধ মিলিয়ে মোট তিনটি গোল বাতিল হয় রিয়ালের। তবুও জয় পেয়েছে দলটি।

লা লিগার নতুন মৌসুমে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো গোলবঞ্চিত থাকতে হয় এমবাপ্পেকে। দু’বার জালে বল জড়িয়েও দুবারই অফসাইডের ভুল খুঁজে পেয়েছে বেরসিক ভিএআর। তবে আর্দা গুলেরের বাতিল হওয়া গোলটি থাকবে আলোচনায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় এমবাপ্পের প্রথম গোলটি। তবে স্রোতের ধারার বিপরীতে গিয়ে গোল খেয়ে বসে রিয়াল। মুরিচির গোলে এগিয়ে যায় মায়ার্কো। তবে ম্যাচের ৩৬ মিনিটে গুলের গোলে সমতায় ফেরে রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দ্বিতীয় গোল বাতিল হয় এমবাপ্পের।

৫৮ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট থেকে বাঁচতে দুই হাত বুকের ওপর রাখেন ‘তুর্কি মেসি’ গুলের। বল তার হাতে লেগে জালের দিকে যাচ্ছিল, মায়োর্কা গোলকিপার লিও রোমানেরও ঠেকালেও ফিরতি বল গুলেরের সামনে এসে পড়ে। আলতো শটে গুলের সহজেই জালে জড়ান। কিন্তু ভিএআর জানিয়ে দেয়, হ্যান্ডবলের অপরাধে গোলটি বাতিল! শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আলোনসোর শিষ্যদের।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *