শুক্রবার, ভোর ৫:২২
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই স্মারকলিপি দেয়া হয়।

ঢাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক হতে হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে। এ ব্যাপারে আবারও কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত নেয়া হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি রিট করা হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার ব্যাপারে আশ্বাস দেন তিনি।

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এরপর ঢাবির শিক্ষার্থীদের মধ্যেও জোরালো হয় পোষ্য কোটা বাতিলের দাবি।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *