বুধবার, সন্ধ্যা ৬:৫৫
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত আগারগাঁওয়ে

ফাইল ছবি

ঢাকা নিউজ ডেস্ক, ২৭ মার্চ ২০২৫

 

আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

বৃহস্পতিবার ২৭ মার্চ, সকালে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

তিনি জানান, রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নিতে না পারার অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ির পর্যন্ত নতুন সড়কটি ঈদ উপলক্ষ্যে নগরবাসীর উপহার বলে উল্লেখ করেন উত্তর সিটির প্রশাসক।

 

মোহাম্মদ এজাজ আরও বলেন, নগরবাসী এখন কোনও ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দিয়াবাড়ি ঘুরতে আসতে পারবেন। ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসী এই সড়কের পূর্বের তীব্র ভোগান্তি থেকে মুক্তি পেল। ঈদের পর নগরীর সব অলিগলি ঘুরে ঘুরে দেখে খানাখন্দ থাকা সড়কগুলো দ্রুত ঠিক করা হবে বলেও জানান তিনি।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *