রবিবার, ভোর ৫:৫৩
১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ডাকসু নির্বাচনে যে প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার

দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। দীর্ঘ সময় পর হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণার শেষদিন ছিল গতকাল (৭ সেপ্টেম্বর)। এদিন বেশ বড় চমক নিয়ে এসেছেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি।

সুদূর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় তকিকে শুভকামনা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। এবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। তিনি ঢাকা লিগ খেলেছেন। এছাড়া জাতীয় স্পিন ক্যাম্পেও অংশ নিয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে আরও ১২ জনের সঙ্গে লড়ছেন তিনি।

তকিকে শুভকামনা জানিয়ে এক ভিডিও বার্তায় মিসবাহ-উল হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভাল আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনায় আছেন তকি। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ডাকসু নির্বাচনের শুরুতে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামি নামে এক প্রার্থীকে তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব শুভেচ্ছাবার্তা পাঠান। সেটা নিয়ে অভিযোগ করে তকি বলেছিলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।’

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৬২ জন নারী ও ৪০৯ জন পুরুষ। মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এই নির্বাচনে নিজেদের প্যানেল দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *