ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ‘টাইমলাইন’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, টাইমলাইন অনুসারে আগামী মে নাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করা হবে। এছাড়া মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করবে।
One Response
Usually I do not learn article on blogs, but I would like to say that this write-up very pressured me to try and do so! Your writing style has been amazed me. Thank you, quite great article.