রাজধানীর টিএসসিতে চলছে রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও রহমাতুল্লিল আলামীন কনফারেন্স।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ টিএসসি অডিটোরিয়ামে এ কনফারেন্স আরম্ভ হয়। কনফারেন্সে সভাপতিত্ব করছেন মুফতি সাখাওয়াত হুসাইন রাজী।
এদিকে রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে অতিথি হিসেবে রয়েছেন মাওলানা মামুনুল হক, মুফতি সৈয়দ ফয়জুল করিম, শায়খে চরমোনাই, শায়খ সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের জিহাদি, মাওলানা আব্দুল কাদের, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, মাওলানা রেজাউল করিম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি ইমামুদ্দিনসহ দেশবরেণ্য ইসলামিক স্কলার, গবেষক, সাংবাদিক ও সুধী সমাজ।
উল্লেখ্য, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান।
বিশ্ব নবীর আদর্শের প্রচার করা এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই এর একমাত্র লক্ষ্য।
কা/ত/মা