রবিবার, রাত ৪:২৫
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধারা’, বসে গেছেন অতিথিদের আসনে

জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে এরই মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি করা হয়েছে। বিকেল ৪টায় দক্ষিণমুখী এই মঞ্চে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে জুলাই সনদের। তবে এরআগেই শুক্রবার সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন শতাধিক ‘জুলাই যোদ্ধা’। পুলিশের বাধা অতিক্রম করে তাঁরা অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে বসে পড়েছেন।

বেলা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে সরেজমিনে দেখা গেছে, অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে রয়েছেন জুলাই যোদ্ধারা। অতিরিক্ত পুলিশ সদস্য এরইমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশের উর্ধতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন। অনুরোধ করছেন অনুষ্ঠানস্থল ছেড়ে দেওয়ার জন্য।

জুলাই যোদ্ধারা জানিয়েছেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাঁদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে এরই মধ্যে জানানো হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের বরাত জানানো হয়েছে, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

ঠকুরগাঁওয়ে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে স‌ই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।’ তিনি বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *