শনিবার, সকাল ৬:০৫
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

জামায়াতকে ‘ঈমানের বড় ডাকাত’ আখ্যা হেফাজত আমিরের

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিবসে শুক্রবার (৭ নভেম্বর) মঞ্চে দেওয়া এক বক্তব্যে হেফাজতের আমির এ মন্তব্য করেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, “বাংলাদেশে এখন স্কুল, কলেজ, কওমি ও আলিয়া মাদরাসা থেকে একযোগে ফ্যাসিবাদবিরোধী জাগরণ শুরু হয়েছে। এই জাগরণকে কেউ রুখতে পারবে না।”

মাওলানা মামুনুল হক আরও বলেন, “আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে এই জাতি হাজার বছর ঋণী থাকবে। তিনি আল্লাহু আকবারের পতাকা উঁচিয়ে আমৃত্যু সংগ্রাম করে যাচ্ছেন। সব বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করে ইসলাম ও দ্বীনের খেদমতে তাঁর ত্যাগ ইতিহাসে সাহসী অধ্যায় হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী সংগঠন বলে পরিচয় দেয়, কিন্তু তারা ঈমানের বড় ডাকাত। আমাদের আকাবিররাও বলেছেন—জামায়াতে ইসলামীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, তাদের ইসলাম মওদুদীবাদীর ইসলাম।”

তিনি আরও বলেন, “যদি ঈমান হেফাজত করতে চাও, তবে জামায়াতে ইসলামী থেকে দূরে থাকো। যারা সেখানে আছে, তাদের ঈমান আছে কি না—তা নিয়েও সন্দেহ রয়েছে।”

বাবুনগরী বলেন, “জামায়াতে ইসলামীর ফেতনা কাদিয়ানিদের চেয়েও ভয়াবহ। কাদিয়ানিরা ঈমানের যত ক্ষতি করতে পারেনি, জামায়াতে ইসলাম তার চেয়ে বেশি ক্ষতি করেছে। তারা ঈমানের বড় ডাকাত।”

এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “আজকের তরুণ সমাজ ইসলামের ছায়াতলে ফিরে আসছে, কিন্তু পশ্চিমা সভ্যতার অপশক্তি শিক্ষার নামে, উন্নয়নের নামে ও আধুনিকতার মোড়কে তাদের ঈমান কেড়ে নিচ্ছে।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা যেন আমাদের আলেমসমাজকে এমন যোগ্যতা, নিষ্ঠা ও সাহস দান করেন, যাতে তাঁরা সমাজকে কোরআন-সুন্নাহর আলোকে পরিবর্তন করতে পারেন এবং এই ভূমিকে ইমান, কোরআন ও সুন্নাহর জন্য কবুল করেন।”

উল্লেখ্য, হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্প্রতি বেশ কয়েকবার জামায়াতে ইসলামী সম্পর্কে জাতিকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন। বাবুনগর মাহফিলের মঞ্চ থেকেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *