শুক্রবার, ভোর ৫:১৯
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

জাতীয় ঐক্যের ডাক: নেজামে ইসলাম পার্টিতে যোগ দিলেন ঢাকার আলেমরা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর: রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে আজ সোমবার বিকাল তিনটায় ঢাকার বিশিষ্ট ওলামায়ে কেরামের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উলামা নগর মাদরাসার মুহতামিম মাওলানা মোখলেসুর রহমান কাসেমীর নেতৃত্বে একাধিক বিশিষ্ট আলেম-ওলামা আনুষ্ঠানিকভাবে নেজামে ইসলাম পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারী, মাওলানা আবদুল কাইউম সোবহানী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনীসহ বিভিন্ন থানা ও জোন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমীরে নেজাম আল্লামা সরওয়ার কামাল আজিজি বলেন, “ফ্যাসীবাদকে উৎখাতের পরও দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। চাঁদাবাজি, ছিনতাই, নৈরাজ্য ও দুর্নীতির লাগাম টানা যায়নি। এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও শক্তিশালী পদক্ষেপ চোখে পড়ছে না। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে দেশবিরোধী শক্তির আস্ফালন ও দেশদ্রোহী তৎপরতা আমাদের আহত ও ক্ষুব্ধ করছে।”

তিনি আরও বলেন, “দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে আমাদের সবাইকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ফ্যাসীবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। তাহলেই বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।”

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *