মঙ্গলবার, রাত ১১:৪৯
১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান চামড়াশিল্প রক্ষা কমিটি’র

চামড়াশিল্প রক্ষা কমিটি’র উদ্যোগে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে।

মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে এবং মুফতি আফজাল হুসাইন ও মুফতি আ ফ ম আকরাম হুসাইন  এর সঞ্চালনায় আয়োজিত এ সভায় চামড়াশিল্পের বর্তমান অবস্থা, সংকট এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণ করেন মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মুফতি খোরশেদ আলম কাসেমী, মুফতি মাছুম আহমদ, মাওলানা আতিকুর রহমান আতিকী, মুফতি সুলতান মাহমুদ, ড. শহীদুল ইসলাম ফারুকী, মাওলানা সানাউল্লাহ খান, আব্দুল ফাতাহ আল মনোয়ার আসিফ, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা আঃ গাফফার, মুফতি সালিমুল্লাহ খান এবং মাওলানা মীর ইদরীস।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত চামড়াশিল্প বর্তমানে নানামুখী সংকটে রয়েছে। এ শিল্পকে রক্ষার জন্য সরকারের আন্তরিকতা ও কার্যকর হস্তক্ষেপ অপরিহার্য। বিশেষ করে কোরবানির সময় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

তারা আরও বলেন, কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও এর বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। একইসঙ্গে এ শিল্পে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দিকেও নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলা হয়, এই খাতকে রক্ষা করা না গেলে দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *