শুক্রবার, ভোর ৫:৪১
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

গাজীপুরে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসাথে, তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে তাও সরকার দেবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোন অবহেলা হবে না বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল দুপুর তিনটার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের চারজন গুরুতর আহত হয়। যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

চিকিৎসকরা জানান, যেকোনো ক্ষেত্রে চল্লিশভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা। এ সময়, দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *