মঙ্গলবার, দুপুর ১:২২
১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ক্যান্সার আক্রান্ত মাওলানা ফারুকীর পাশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিশ্বস্ত সহকারী ও হেফাজত নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদরাসায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। এসময় তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন প্রমুখ।

এসময় আতিকুর রহমান রুমন বলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামার সঙ্গে জিয়া পরিবারের দীর্ঘ দিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই আমরা আজ মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছি।”

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েতুল্লাহসহ অন্যান্য শীর্ষ আলেম উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার জেরে মাওলানা ফারুকী ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় একাধিক মামলায় গ্রেফতার হয়ে দেড় বছরের বেশি কারাভোগ করেন। দীর্ঘ রিমান্ড ও নির্যাতনের ধকলেই তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য চীনের গুয়াংজু হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হেফাজতে ইসলাম নেতৃবৃন্দসহ ‘আমরা বিএনপি পরিবার’ দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *