মঙ্গলবার, রাত ১০:৪৪
১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

ইশরাকের শপথ বিলম্ব কেন, কারণ জানালেন আসিফ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ গুলিস্তান এলাকায় অবস্থিত নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। সোমবার (১৯ মে) বেলা ১১টায় থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি শুরু হয়েছে।

এবার মেয়র ইস্যুতে মুখ খুললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, ‘আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে।’ এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর নিয়েও এ সময় কথা বলেন তিনি। তিনি বলেন, ‘সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান অ্যামবেসির সঙ্গে যোগাযোগ চলছে।’

এ সময় তিনি বিসিবি নির্বাচনের বিষয়ে বলেন, ‘এক্ষেত্রে জটিলতা রয়েছে। সেসব নিরসন দ্রুত সময়ের মধ্যে সম্ভব নয়।’

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *