রবিবার, রাত ১২:৩৯
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

আর্টেমিস চুক্তিতে বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

নাসার নেতৃত্বে পরিচালিত মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক আর্টেমিস ৫৪তম দেশ হিসেবে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।

১০ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ঐতিহাসিক যোগদানের পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যৎ মহাকাশ কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র জানায়, বাংলাদেশ এখন এমন একটি ক্রমবর্ধমান বৈশ্বিক সম্প্রদায়ের অংশ, যারা শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও পারস্পরিকভাবে উপকারী মহাকাশ কর্মকাণ্ডে একসাথে কাজ করছে। এই অংশীদারিত্ব কেবল মহাকাশ বিষয়ে সীমাবদ্ধ নয়। এটি বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে এবং যুগান্তকারী মহাকাশ বিজ্ঞানের ব্যবহার করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীতে জীবনমান উন্নয়নের পথ প্রশস্ত করবে।

এই চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় দেশের অবস্থানকে আরো দৃঢ় করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *