রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ইসলামী দায়িত্ব, ঈমানি কর্তব্য এবং মুসলিম উম্মাহর ঐক্য ও আকীদা রক্ষার এক ঐতিহাসিক প্রয়াস। এর মূল উদ্দেশ্য হলো– কাদিয়ানী ফিতনার বিরুদ্ধে বিশ্ব মুসলিম সমাজকে সতর্ক করা এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার ন্যায়সঙ্গত দাবি জোরদার করা।
তারা আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি– শেষ নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুওয়তের সমাপ্তি ঈমানের মূলভিত্তি ও অবিচ্ছেদ্য অংশ। খতমে নবুওয়তের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ইসলামের মূল আকীদা ও মুসলিম উম্মাহর ঐক্যের ওপর আঘাত।
বিবৃতিতে তারা বাংলাদেশের সব আলেম-ওলামা, তৌহিদি জনতা, মুহতামিম, শিক্ষক, ছাত্র, যুবক, শ্রমিক, ব্যবসায়ী, রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ দেশের প্রতিটি ঈমানদার মুসলমানকে উক্ত মহাসম্মেলনে উপস্থিত থেকে একে সফল, শান্তিপূর্ণ ও ঐতিহাসিকভাবে স্মরণীয় করে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশি-বিদেশি বহু বিশিষ্ট আলেম ও মেহমানরা অংশগ্রহণ করবেন। এরইমধ্যে মহাসম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ চলছে।
কা/ত/মা