শুক্রবার, ভোর ৫:১৯
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কার্যক্রম সাময়িক স্থগিত: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

তিনি বলেন, কার্যক্রম স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তবে তারা বৈধ একটি রাজনৈতিক দল হিসেবেই থাকবে। “যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে,” যোগ করেন প্রধান উপদেষ্টা।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে। সুতরাং তারাই ভালো বলতে পারবে।”

তিনি বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে—এটা তিনি মানেন না, তবে কিছু সমর্থক রয়েছে। “তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না,” উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, “তারা নিজেদের রাজনৈতিক দল বললেও প্রকৃত অর্থে রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, দায় স্বীকার করেনি, বরং সব সময় অন্যকে দায়ী করেছে।”

২৯ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকটসহ আরও নানা প্রসঙ্গ উঠে আসে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *