শুক্রবার, রাত ১০:০১
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

অভিমানে বেরিয়ে যান বাসা থেকে, দুদিন পর ধানমন্ডি লেকে মিলল তরুণের মরদেহ

অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার দুদনি পর ওমর ফারুক মোল্ল্যা (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকে থেকে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজারে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান বলেন, ‘সকালে খবর পেয়ে ধানমন্ডি-৫ নম্বর রোডে নায়রী রেস্টুরেন্টের পাশে লেকের পানি তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে পড়ালেখা করতেন না ওমর না এবং বেকার ছিলেন। এসব নিয়ে শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে রাগারাগি হয় তার। ওইদিন বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে আসেন ওমর৷ এরপর আর বাসায় ফেরেননি। পরিবার সদস্যরা ভেবেছিলেন, কোনো বন্ধুর বাসায় ছিলেন।’

এসআই খলিলুর আরও বলেন, ‘সাঁতার জানত না ওমর। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *