শুক্রবার, রাত ১০:১০
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

সড়ক পরিদর্শনে এসে তীব্র যানজটের কবলে উপদেষ্টা ফাওজুল কবির

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে নাজুক ও খানাখন্দ সড়ক পরিদর্শনে এসে আশুগঞ্জ অংশে তীব্র যানজটের কবলে পরেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়।

এর আগে, সকাল ১০টায় উপদেষ্টা ফাওজুল কবির ঢাকা থেকে ট্রেনে ভৈরব স্টেশনে নামেন। এরপর তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করার উদ্দেশে রওনা দেন।

হাইওয়ে পুলিশের দাবি, একপাশে মালামাল রেখে সড়ক সংস্কারের কারণে এই যানজট দেখা দিয়েছে। জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেলে উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোটো-বড়ো অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর দীর্ঘ সময় লাগছে। এই অবস্থায় উপদেষ্টা ফওজুল কবির খানের সড়ক পরিদর্শনে আসার খবরে খানাখন্দের ভরাট শুরু করা হয়। একপাশ বন্ধ রেখে সংস্কার কাজ করায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই মহাসড়কে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে যানজট আরও তীব্র হয়েছে। মূলত সড়কের দুরবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *