রবিবার, রাত ২:৫২
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

রাতে দেশের কয়েকটি বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

ছবি – সংগৃহীত


রংপুর অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানা যায় এ তথ্য।

 

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট—এই আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এছাড়া, এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *