বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:১৮
১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

যুবকরা বারবার রক্ত দেয় আর প্রবীণরা প্রতারিত করে: মাসউদ

পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা যুবকরা দিল্লি থেকে মুক্তি দিয়েছি। যুবকরা বারবার রক্ত দেয়। কিন্তু দেশ গঠনে প্রবীণরা বারবার যুবকদের প্রতারিত করে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী বিপ্লব ঘটিয়েছে আমাদের যুবকরা। সবাই এক কথায় রাজপথে এসেছিল, উদ্দেশ্য একটাই এই দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্তি দেওয়া।

তিনি বলেন, যারা আমাদের বাচ্চা ছেলে মনে করে, তারা বলে বাচ্চাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। বাচ্চারা বুক পেতে শহীদ হয়ে আপনার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে। যুবক-প্রবীণদের সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রস্তুত।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *