শনিবার, সকাল ৯:২৬
১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৭ হিজরি,

ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথনে তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিত্ব, লুক নিয়ে প্রশংসিত তিনি। তবে এবার আলোচনায় চলে এলেন দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে; যেখানে বিশেষ দৃষ্টি কাড়ে অভিনেতার হাতে থাকা ফিলিস্তিনের পতাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে আয়োজন হয় এই ম্যারাথনের। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। দৌড় শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তৌসিফ লেখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

তৌসিফের পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ পথ দৌড়ানো তার কাছে একসময় অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা সম্ভব করেছেন। ভক্তরাও তার এই সাফল্যের প্রশংসা করেছেন।

তবে ভক্তদের কাছে আরও নজর কেড়েছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়ানোর বিষয়টি। এদিন তিনি বিশেষভাবে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। ছবিতে দেখা যায়, গলায় ফিলিস্তিনের পতাকা বেঁধে রেখেছেন, আবার পতাকাটি হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন।

বর্তমানে ওটিটি কনটেন্ট নিয়েই আলোচনায় আছেন এই অভিনেতা। সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘খোয়াবনামা’। নির্মাতা ভিকি জাহেদের এই ওয়েবফিল্মে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। ওয়েবফিল্মটিতে তৌসিফের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *